• rsc.sariakandi@gmail.com
  • 01309 119686
Logo

রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ

বিদ্যালয় কোড: ৪৫৫৫ , EIIN No-১১৯৬৮৬, কলেজ কোড: ৪৭৫১ , স্থাপিত: ১৯৬৭ খ্রি.

  • অফিস: লোকেশন
  • থানা: সারিয়াকান্দি , জেলা : বগুড়া
  • রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ সংক্ষিপ্ত ইতিহাস

    ১৯৬৭ ইং সালে বগুড়া জেলার অন্তর্গত সারিয়া কান্দি উপজেলা হতে প্রায় ৭কিলো মিটার পশ্চিম দক্ষিণে পাকা রাস্তা সংলগ্ন রামচন্দ্র পুর গ্রামে মনোরম পরিবেশে  অবস্হিত রামচন্দ্র পুর স্কুল অ্যান্ড কলেজ । যা অত্র এলাকার মধ্যে একটি ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান। তৎকালিন এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গসহ বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গের আপ্রাণ প্রচেষ্টার ফল, যার নাম করণ করা হয়েছিল রামচন্দ্র পুর বহুমুখী উচ্চবিদ্যালয়। গত ০১জানুয়ারী ২০১১ ইং সালে বর্তমান  অধ্যক্ষ জনাব মোঃ তোজাম্মেল হক মহোদয় প্রধান শিক্ষক পদে যোগদান করেন এবং তাঁর আপ্রান প্রচেষ্টায় ও তৎকালীন ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি অধ্যক্ষ জনাব মুহাম্মাদ মনজিল আলী সরকার ও সদস্য জনাব মোঃ ফজলু মিয়া প্রামানিক দ্বয়ের উৎসাহ উদ্দীপনার ফলশ্রুতিতে ২০১২ইং সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, বানিজ্য ও মানবিক বিভাগে এবং ২০১৪ ইং সালে  বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড, ঢাকা'র অধিনে দু'টি শাখা - ব্যাংকিং ও কম্পিউটার অপারেশন যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমতি প্রাপ্ত। তৎসংগে রয়েছে বাকাশিবো এর অধিনে ভোকেশনাল শাখার দু'টি ট্রেড যথাক্রমে অটোমোটিভ ও বিল্ডিং মেইনটেনেন্স। অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানটি সর্বমোট চারটি প্রতিষ্টানের সমন্বয়ে  পরিচালিত হয়ে আসছে। অত্র এলাকাসহ পাশ্ববর্তী এলাকার শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে সহজেই কর্মসংস্হানে নিজেরা নিজেদেরকে নিয়জিত রেখে প্রতিষ্টিত হয়েছে। অত্র প্রতিষ্টানটি দক্ষ গভর্ণিং বডি দ্বারা পরিচালিত হয়ে আসছে। একঝাক তরুণ, মেধাবী, সৃজনশীল ও কর্মদক্ষ  শিক্ষক কর্মচারি দ্বারা প্রতিষ্টান পরিচালিত হয়ে আসছে। বোর্ড পরীক্ষার ফলাফলেও রয়েছে উপজেলার মধ্যে শীর্ষে। খেলাধুলা, শিক্ষা সফর ও বিনোদনের সু ব্যাবস্হা রয়েছে প্রতিষ্টানটিতে। ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় একহাজার।